Terms & Conditions (Kids Chain Shop)
Terms & Conditions
Kids Chain Shop ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে তুমি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছ। অনুগ্রহ করে আমাদের Terms & Conditions মনোযোগ দিয়ে পড়ো।
ওয়েবসাইট ব্যবহার:
এই ওয়েবসাইট শুধুমাত্র বৈধ ও ব্যক্তিগত কেনাকাটার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে।
কোনো অবৈধ বা অনৈতিক কাজে ওয়েবসাইট ব্যবহার করা যাবে না।
পণ্যের তথ্য:
আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের ছবি ও বিবরণ যতটা সম্ভব সঠিকভাবে দেওয়া হয়।
স্ক্রিন বা আলোর ভিন্নতার কারণে রঙ বা ডিজাইনে সামান্য পার্থক্য হতে পারে।
মূল্য ও পেমেন্ট:
সব পণ্যের মূল্য বাংলাদেশি টাকায় (BDT) উল্লেখ করা হয়।
মূল্য পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে।
পেমেন্ট পদ্ধতি হিসেবে ক্যাশ অন ডেলিভারি বা অনলাইন পেমেন্ট প্রযোজ্য হতে পারে।
অর্ডার গ্রহণ ও বাতিল:
অর্ডার কনফার্ম হওয়ার পর আমরা পণ্য ডেলিভারির প্রক্রিয়া শুরু করি।
বিশেষ ক্ষেত্রে Kids Chain Shop কোনো অর্ডার বাতিল করার অধিকার রাখে।
ডেলিভারি:
ডেলিভারি সংক্রান্ত সকল নিয়ম আমাদের Shipping Policy অনুযায়ী পরিচালিত হবে।
রিটার্ন ও এক্সচেঞ্জ:
পণ্য ফেরত ও পরিবর্তনের নিয়ম আমাদের Return & Exchange Policy অনুযায়ী প্রযোজ্য হবে।
ব্যক্তিগত তথ্য:
গ্রাহকের ব্যক্তিগত তথ্য আমাদের Privacy Policy অনুযায়ী সংরক্ষণ ও ব্যবহার করা হবে।
দায় সীমাবদ্ধতা:
Kids Chain Shop কোনো পরোক্ষ ক্ষতির জন্য দায়ী থাকবে না।
প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে ডেলিভারি দেরি হলে আমরা দায়ী নই।
Terms পরিবর্তন:
Kids Chain Shop যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখে।
পরিবর্তিত শর্ত ওয়েবসাইটে প্রকাশের পর তা কার্যকর হবে।
যোগাযোগ:
Terms & Conditions সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের Contact Us পেজ থেকে যোগাযোগ করো।