Return & Refund Policy (Kids Chain Shop)

Return & Refund Policy

Kids Chain Shop-এ আমরা চাই আমাদের গ্রাহকরা নিশ্চিন্তে কেনাকাটা করুক। তাই নিচে আমাদের রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত নীতিমালা দেওয়া হলো:

রিটার্নের শর্ত:

  • পণ্য ডেলিভারি পাওয়ার ৩ দিনের মধ্যে রিটার্ন বা এক্সচেঞ্জের অনুরোধ করতে হবে।

  • পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিংসহ থাকতে হবে।

  • কিছু পণ্য (যেমন বাচ্চাদের বালিশ, বালিশের কাভার বা ব্যক্তিগত ব্যবহারের জিনিস) স্বাস্থ্যবিধির কারণে রিটার্নযোগ্য নাও হতে পারে।

যে ক্ষেত্রে রিটার্ন গ্রহণ করা হবে:

  • ভুল পণ্য পাঠানো হলে

  • পণ্য ভাঙা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে

  • পণ্যে উৎপাদনজনিত ত্রুটি থাকলে

যে ক্ষেত্রে রিটার্ন গ্রহণ করা হবে না:

  • গ্রাহকের ভুল পছন্দ বা মত পরিবর্তনের কারণে

  • ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য

  • নির্ধারিত সময়ের পরে রিটার্ন অনুরোধ করা হলে

রিফান্ড পলিসি:

  • রিটার্নকৃত পণ্য যাচাই করার পর রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।

  • রিফান্ড সাধারণত ৭–১০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হয়।

  • ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে রিফান্ড বিকাশ/নগদ/ব্যাংকের মাধ্যমে দেওয়া হতে পারে।

এক্সচেঞ্জ সুবিধা:

  • একই পণ্যের অন্য সাইজ বা ডিজাইনের সাথে এক্সচেঞ্জ করা যেতে পারে (স্টক থাকা সাপেক্ষে)।

  • এক্সচেঞ্জের ক্ষেত্রে অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।

রিটার্ন করার পদ্ধতি:

  • রিটার্ন বা রিফান্ডের জন্য আমাদের Contact Us পেজের মাধ্যমে যোগাযোগ করো।

  • WhatsApp বা ফোনে অর্ডার নম্বর ও সমস্যার বিস্তারিত জানাতে হবে।

Kids Chain Shop সবসময় চেষ্টা করে গ্রাহকদের একটি নিরাপদ, সহজ এবং বিশ্বাসযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা দিতে।